বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) নিয়ন্ত্রিত টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী অক্টোবর-নভেম্বরে। বৈশ্বিক এ আসর শুরুর আগেই বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডকে নিয়ম কানুন সম্পর্কে অবহিত করছে আইসিসি। এর মধ্যে একটি নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
আসন্ন বিশ্বকাপে প্রতিটি দলের স্কোয়াডে খেলোয়াড় থাকতে পারবেন ১৫ জন। অবশ্য স্বাভাবিক সময়েও ১৫ জন খেলোয়াড় রাখতে পারতো যে কোন দল। কিন্তু এবার করোনা মহামারীর কারণে স্কোয়াডে আগের সমান খেলোয়াড় থাকার বিষয়কে স্বাভাবিক ভাবে নিচ্ছে না বিসিবি। কারণ দলের কোন খেলোয়াড় করোনা আক্রান্ত হলে, তার পরিবর্তে আর কেউ নতুন করে দলে ঢুকতে পারবেন না।
দলে ব্যাকআপ হিসেবে খেলোয়াড় রাখতে চাইলে তার খরচ নিজ দেশের বোর্ডকে বহন করতে হবে বলে জানিয়েছে আইসিসি।
রোববার (১৫ আগস্ট) মিরপুরে জাতীয় শোক দিবসের কর্মসূচি শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, "বিসিবি নিজ খরচে বিশ্বকাপে ব্যাকআপ খেলোয়াড় নিয়ে যাবে। স্ব-স্ব বোর্ডের খরচে ব্যাকআপ খেলোয়াড় রাখার নিয়ম খোলা রেখেছে আইসিসি।"
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আরও জানান, "অবশ্যই কম, আমার মনে হয়। মহামারীর কারণে তাদের অন্য নিয়ম থাকা উচিৎ ছিল, ব্যাকআপ খেলোয়াড় নেওয়ার নিয়ম রাখা উচিৎ ছিল। বাড়তি খেলোয়াড় নিলে নিজ নিজ খরচে নিতে হবে। সেটা করতে হচ্ছে। মহামারীর জন্য আরও ১-২ বছর দেখা উচিৎ এবং স্কোয়াড আরও বড় রাখা হলে ভালো হত। তবে সুযোগ আছে, আপনি নিজের খরচে নিয়ে যেতে পারবেন।"
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। ১০ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডগুলোকে স্কোয়াড জমা দিতে বলেছে আইসিসি।